নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলায় ট্রেনের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ। গতকাল রাত পৌনে ১১টায় পাগলা পশ্চিম রসুলপুর ভাঙ্গাপুল এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহতের কারও পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে ১২টা পর্যন্ত ঘটনাস্থলে অজ্ঞাত (৩২) এক পুরুষের লাশ পড়ে ছিল। ঘটনাস্থলে ১ জন ও ঢাকা মেডিকেলে ৪ জনসহ ৫ জন নিহত হওয়ার খবর পুলিশ নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, ফতুল্লার পাগলা থেকে পোস্তগোলা পর্যন্ত যাত্রীবাহী লেগুনা সার্ভিস চালু রয়েছে। রাত পৌনে ১১টার দিকে রেললাইনের ওপর দিয়ে পোস্তগোলা থেকে পাগলাগামী একটি যাত্রীবাহী লেগুনা রেললাইনের ওপর দিয়ে পারাপার হতে থাকে। লেগুনাটি ট্রেন লাইনের ওপর ওঠার পর যান্ত্রিক বা যে কোনো কারণে বন্ধ হয়ে যায়। এ সময় নারায়ণগঞ্জগামী ট্রেন গতিতে এসে লেগুনাটিকে ধাক্কা দিলে লেগুনায় থাকা প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। এদের মধ্যে ঘটনাস্থলে এক অজ্ঞাত পুরুষ নিহত হয়। গুরুতর আহতদের মধ্যে বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত আরও ৪ জন মারা যায়।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, একজন পুরুষের লাশ ঘটনাস্থলে পড়ে আছে। আরও ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ৫ জনের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ। তবে তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে অভিলাশ বাবু (৩৫) ও নূর আলম গাজী (৫০ ) নামে দুই ফল ব্যবসায়ী, আছিয়া আক্তার চায়না (৩০) ও তার ছেলে সাকিব (১২), রিকশা চালক আসাদ মিয়া (৩৭), আনোয়ার (৫৫) ও বাবুবাজারের মদিনা ট্রেডিং স্টোরের স্টোর কিপার মুর্তজা আমিন (২৮) সহ সাতজনের নাম জানা গেছে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, নারায়ণগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন ঢাকায় ফিরছিল। পথে পাগলার রসুলপুর এলাকায় রেললাইনের ওপর রাস্তায় যাত্রীবাহী একটি লেগুনায় ধাক্কা লেগে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার জন্য লেগুনা চালকের বেপরোয়া ভাবকেই দায়ী করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রসুলপুর এলাকার ওই লেভেল ক্রসিংটি রেলওয়ের অনুমোদিত না হওয়ায় সেখানে কোনো গেটম্যান বা লাইনম্যান ছিল না বলেও জানিয়েছে রেলওয়ে বিভাগ।
ঢাকা জেলা রেলওয়ের ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান বলেন, সাধারণত রেললাইন পার হতে গেলে সতর্কতার সঙ্গে ডানে-বামে দেখে নিতে হয়। লেগুনাকে ধাক্কা দিলেও ওই ট্রেনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে রেলওয়ের ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, ট্রেনটি নিরাপদে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/ এস আহমেদ