১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের সিরাজ মাস্টার, খান আকরাম ও আব্দুল লতিফ তালুকদারের বিচারিক কার্যক্রম শেষ। রায় যে কোনো দিন দেয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। সিরাজ, লতিফ ও আকরামেরর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের বিভিন্ন এলাকায় হত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগ রয়েছে। গত বছরের ৫ নভেম্বর বিচার কার্যক্রম শুরু করেন ট্রাইব্যুনাল।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৫/ রশিদা