মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র নায়েক আব্দুর রাজ্জাককে খুব শীঘ্রই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ মঙ্গলবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, 'নায়েক আব্দুর রাজ্জাককে খুব শীঘ্রই ফেরত আনা হবে। কাজ চলছে। দুই দেশের সম্পর্কের বিষয়ে ভিয়েনা কনভেনশন রয়েছে যা সকল দেশের মানা উচিত। না মানলে সেগুলো স্মরণ করিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে।’
পোস্টে তিনি আরো লিখেন, 'আমরা আমাদের নাগরিক, কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের মর্যাদার বিষয়ে সচেতন। এই ধরনের বিষয়গুলো নিরসনে প্রয়োজন হয় ধৈর্য্যের, কৌশলের এবং সঠিক সিদ্ধান্তের। আমি জানি একজন নাগরিক এগুলো বুঝতে নাও চাইতে পারেন। তাদের উদ্দেশ্যে বলবো, ভরসা রাখুন।'
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/শরীফ