বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'যারা একদিন বাংলাদেশকে অবহেলা করতো তারাই এখন এ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ কিছু পায়। এখন মানুষের গোলাভরা ধান আছে, পুকুর ভরা মাছ আছে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। আমরা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলবো। স্বাধীনতার সুফল ঘরে ঘরে তুলে দেব।' প্রধানমন্ত্রী আরো বলেন, 'আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের সুফল আজ বাংলার মানুষ পাচ্ছে।'
আওয়ামী লীগকে সংগঠিত করতে বঙ্গবন্ধু সব ত্যাগ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, '৭১ সালে দেশে ফিরে এসে আমি প্রায় প্রতিটি জায়গায় গিয়ে শুনেছি এখানে বঙ্গবন্ধু এসেছিলেন। বাঙালিক স্বাধীনতা এনে দেবেন, এই অভিপ্রায় থেকে বঙ্গবন্ধু সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন।'
শেখ হাসিনা বলেন, '২৫শে মার্চ কালো রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন একটি সেলে বন্দি রেখে জুলুম অত্যাচার করা হয়েছে। তবে তিনি জানতেন এদেশ স্বাধীন হবে। তাই পাকিস্তানের জেলে বন্দি থেকেও বাংলার মানুষের মুক্তির জয়গান গেয়েছেন।'
তিনি বলেন, 'শুধু বঙ্গবন্ধুকেই নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদেরও জুলুম নির্যাতন করা হয়েছে। এমনকি তাদের ছেলে-মেয়েদের ওপরও নির্যাতন করেছে পাকিস্তানিরা। কিন্তু তারা কখনো মাথা নত করে নাই। বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিল।'
'এটাই ছিল বঙ্গবন্ধুর শক্তি। শক্তিশালী সংগঠন করেছিলেন বলেই এটা সম্ভব হয়, স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছে,' বলেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৫/শরীফ