একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটি। শনিবার রাতে প্রকাশিত এই তালিকায় এক লাখ আট হাজার ৬৩৯ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন সাংবাদিকদের জানান, www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তৃতীয় তালিকায় স্থান পেতে এক লাখ ৯ হাজার ১৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
তিনি বলেন, 'তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তির পর যারা এখনো আবেদন করেনি বা কলেজ পেয়েও ভর্তি হননি তারা আগামী ১৩ থেকে ২১ জুলাই পর্যন্ত পুনঃআবেদন করতে পারবে।'
কারিগরি জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের তিন দিন পর গত ২৮ জুন মধ্যরাতে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় হাজারো ভুলের কারণে কলেজে গিয়ে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। অনেক কলেজ সময়মতো তালিকা না পেয়ে শিক্ষার্থী ভর্তি করাতে ভোগান্তিতে পড়ে কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ পাবে। গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তবে এবারই প্রথম অনলাইনে ভর্তির তালিকা প্রকাশ করায় বিলম্বিত হচ্ছে ভর্তি প্রক্রিয়া।
বিডি-প্রতিদিন/১২ জুলাই ২০১৫/শরীফ