সৌদি আরবের প্রিন্স সৌদ বিন ফয়সালের মৃত্যুতে শোক জানাতে জেদ্দায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ সোমবার স্থানীয় সময় ভোর পৌনে ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে অবতরণের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল সামি জামিল তাকে স্বাগত জানান। কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সামান্য সময় বিশ্রামের পর জেদ্দার রয়েল প্যালেসের উদ্দেশে রওনা করেন শাহরিয়ার আলম।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোকাম্মেল হোসেন, জেদ্দা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নওফেল, সাধারণ সম্পাদক সাত্তাজুল আলম দিপু বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জেদ্দা কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোকাম্মেল হোসেন জানান, স্থানীয় তারাবীহ নামাজের পর (রাত ১০টা) মরহুম সৌদ আল ফয়সালের ভাই মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সালের জেদ্দার প্রাসাদে অনুষ্ঠিতব্য শোক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদের মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাবেন।
প্রিন্স সৌদ আল ফয়সাল একটানা ৪০ বছর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বর্তমান সৌদি বাদশাহ সালমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ছিলেন। মুসলিম প্রধান দেশগুলোর বিশ্ব কূটনীতিতে অসামান্য অবদানকারী প্রিন্স সৌদ মরহুম বাদশাহ ফয়সালের ছেলে। আগামীকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঢাকা ফেরার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জুৃলাই ২০১৫/শরীফ