সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "তারেক রহমানের টাকা পাচারের বিষয়টি শুধু দেশের আদালতেই নয়, বিদেশের আদালতেও প্রমাণিত।" রবিবার দুপুরে সচিবালয়ে ঈদ পরবর্তী পর্যালোচনা সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, "আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ প্রমাণিত হয়নি। তবে খালেদা জিয়ার দুই পুত্র তারেক রহমান ও কোকোর টাকা পাচারের ফিরিস্তি বিশ্বব্যাপী জানা। "
সেতুমন্ত্রী আরও বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করবে। কোন কোন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে সেটা নির্বচন কমিশনই ঠিক করবে।"
বিডি-প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ আব্দুলাহ সিফাত-১৮