আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, "চলতি মাসের ১৫ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ করা হবে।"
রবিবার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, "বিচার বিভাগের শৃঙ্খলার ওপর যথেষ্ট প্রভাব রাখবে বিচারকদের এই শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা। এখন এটার খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে দেখা হচ্ছে। যাতে করে এটা নিয়ে আর কোনো প্রশ্ন যেন না ওঠে। আশা করি, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে গেজেট প্রকাশ হবে।"
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, "চলতি মাসের ৯ তারিখে আইন মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হবে। ওই বৈঠকে টেলিকমিউনিকেশন বিভাগের প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আমার মনে হয় সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি উপস্থিত থাকবে। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে একটা শেষ ড্রাফট করার চেষ্টা করবো।"
৫৭ ধারার বিকল্প হিসেবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, "যে জিনিসটা এখনও শেষ হয়নি, যে ড্রাফটা এখনও শেষ করিনি, সেটার ওপর আপনারা যে অভিমত দিচ্ছেন তা অপরিপক্ক।"
এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের ৩৫তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ আব্দুলাহ সিফাত-১৯