মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপের সভাপতি, প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমেদকে দেখতে তার বারিধারার বাসভবনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন কাদের। এসময় অধ্যাপক মোজাফফর আহমেদের স্ত্রী সাংসদ আমেনা আহমেদ উপস্থিত ছিলেন।
এরপর মুক্তিযুদ্ধের আরেক সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মন্ত্রী শেখ আব্দুল আজিজকে দেখতে তার গুলশানের বাসভবনে যান ওবায়দুল কাদের। এ সময় প্রবীণ এই রাজনীতিবিদেরও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৭/আরাফাত