কূটনীতিক সামিনা নাজকে ভিয়েতনামে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে পেশাদার কূনীতিক হিসেবে কাজে যোগ দেন।
তিনি তার কর্মজীবনে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্থায়ী মিশন, নেদারল্যান্ডের রাজধানী দি হেগ এবং দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।
এ ছাড়া দেশে ও বিদেশে বহু পেশাগত প্রশিক্ষণ কোর্সে এবং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বহু দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বৈঠকেও অংশগ্রহণ করেন এই পেশাদার কূটনীতিক।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৭/আরাফাত