বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়কে বিচার বিভাগ, গণতন্ত্র ও জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আজ সকাল পৌনে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রায়পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আপিল বিভাগের এ রায়ের মাধ্যমে এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এ রায়ে বিচার বিভাগ, আইনের শাসন, গণতন্ত্র ও জনগণের বিজয় হয়েছে। রায়ে সবাই খুশি।
বিডি-প্রতিদিন/৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ