বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ে হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।
এসময় মাহবুবে আলম বলেন, 'আমাদের স্বপ্ন ছিল ৭২ এর আদি সংবিধানে ফেরা। কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো না। এ জন্য আমরা দুঃখ ও হতাশা প্রকাশ করছি।'
এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের আনীত ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ঐক্যমতের ভিত্তিতে সরকারের আপিল খারিজ করে দেন।
বিডি-প্রতিদিন/৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ