রাজধানী থেকে অপহৃত কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারের সন্ধানে খুলনার শিববাড়ির ইব্রাহিম মিয়া সড়কের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা বাহিনী ও র্যাব।
জানা গেছে, র্যাব ট্র্যাকিং করে ওই সড়কে ফরহাদ মজহারের মোবাইল ফোনের অবস্থানের কথা জানতে পেরে সোমবার বিকাল ৪টা থেকে এ অভিযান শুরু করে। এরইমধ্যে ওই সড়ক থেকে একটি পরিত্যক্ত মাইক্রোবাস উদ্ধার করেছে র্যাব। এছাড়া বাড়ি বাড়ি তল্লাশি চলছে।
রাত পৌনে ৮টা পর্যন্ত র্যাব-৬ এর নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পাঁচটি বাড়িতে তল্লাশি সম্পন্ন করেছে। তবে এখনো পর্যন্ত কোনও বাড়িতে ফরহাদ মজহারকে খুঁজে পাওয়া যায়নি।
র্যাব-৬ এর কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ফরহাদ মজহারকে উদ্ধারের জন্য ইবরাহিম মিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে অভিযান চলছে। তাকে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ফরহাদ মজহারের অবস্থান নিরূপণের সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ। সর্বশেষ খবর অনুযায়ী তার অবস্থান খুলনা অঞ্চলে বলে জানা গেছে।
এদিকে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার তাকে অপহরণ করা হয়েছে বলে আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার জিডি নং ১০১। আদাবর থানার ডিউটি অফিসার এসআই মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে পরিচিত একজন ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর স্ত্রীর কাছে ফোন আসে ৩৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে। এরপরই স্ত্রী ফরিদা আক্তার বিষয়টি ডিএমপি’র তেজগাঁও বিভাগ পুলিশকে জানান।
বিডি প্রতিদিন/ ০৩ জুলাই, ২০১৭/ ই জাহান