কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার রাত ১০টায় রাজধানীর আদাবরের নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাবাকে উদ্ধার করে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ফরহাদ মজহারের মেয়ে সমতলী হক। এসময় ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার, ড. জাফরুল্লাহ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফরহাদ মজহারের পরিবারের সদস্যরা বলেন, আমরা জানি না কে তাকে অপহরণ করেছে। তবে ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গেছে। আজকে রাতের মধ্যে তাকে উদ্ধার করা হোক। আমরা সরকারকে এজন্য দায়ী করতে চাই না। কিন্তু পুলিশ এ পর্যন্ত যা কার্যক্রম দেখিয়েছে, তা যথেষ্ট ছিল না।
এদিকে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী ফরিদা আক্তার আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার জিডি নং ১০১। আদাবর থানার ডিউটি অফিসার এসআই মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার ভোর ৫টার দিকে পরিচিত একজন ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর স্ত্রীর কাছে ফোন আসে ৩৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে। এরপরই স্ত্রী ফরিদা আক্তার বিষয়টি ডিএমপি’র তেজগাঁও বিভাগ পুলিশকে জানান। রাত পৌনে ১০টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।
বিডি প্রতিদিন/০৩ জুলাই ২০১৭/এনায়েত করিম