বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মরদেহ ঢাকায় পৌঁছেছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। আজ সকাল ৬টা ১১ মিনিটে তার মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
জানা যায়, তার মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানেই তাকে দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার। এরপর দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় নামাজে জানাজা শেষে শহীদুল হক মামাকে বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে।
এর আগে কাতারে বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় আবু হামোর মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা
দুই মাসের বেশি সময় ধরে কাতারের ওয়াকরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ জুন (শুক্রবার) দুপুরে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা শহীদুল হক। তার মৃত্যুর খবরে কাতার প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার