আদালতে জবানবন্দি দেবেন কবি ও কলামিস্ট ফরহাদ মজহার। জবানবন্দি গ্রহণের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নেয়া হচ্ছে তাকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ মজহারকে উদ্ধারের পর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়েছিলেন নাকি তাকে অপহরণ করা হয়েছিল- এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
‘তিনি আমাদের জানিয়েছেন, বাসার গেট থেকে চোখ বেঁধে একটি সাদা মাইক্রোতে করে তাকে নিয়ে যাওয়া হয়।’
এসব বিষয়ে তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন। এ কারণে তাকে আদালতে নেয়া হচ্ছে বলেও জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। উদ্ধারের পর আজ সকালে তাকে প্রথমে আদাবর থানায় এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ফরহাদ মজহারের স্বজনদের অভিযোগ, গতকাল ভোরে কে বা কারা ফরহাদ মজহারকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসার সামনে থেকে তুলে নিয়ে যায়।