কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় বাড়ির যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
শুনানি শেষে মঙ্গলবার বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহা. আহ্সান হাবীব এ আদেশ দেন।
এর আগে, ভিকটিম হিসেবে ফরহাদ মজহারের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে মঙ্গলবার বিকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এরপর একই আদালতে শুনানি শেষে তাকে নিজ জিম্মার যেতে অনুমতি দেওয়া হয়।
ফরহাদ মজহারকে নিজ জিম্মায় পাঠাতে আদালতে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।
সোমবার ভোরে নিজের বাড়ি থেকে ফরহাদ মজহার ওষুধ কিনতে গেলে নিখোঁজ হন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ নিয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে, সোমবার ভোর ৫টার দিকে ফোন পেয়ে বাসা থেকে বের হলে তাকে অপহরণ করা হয় বলে দাবি করে তার পরিবার। এমনকি তারা আরও অভিযোগ করেন, স্ত্রীর কাছে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এরপর স্ত্রী ফরিদা আক্তার বিষয়টি পুলিশকে জানানোর পর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। এরপর রাতে যশোরে ঢাকাগামী একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মঙ্গলবার সকালে তাকে প্রথমে রাজধানীর আদাবর থানায় নেওয়া হয়।
সেখান থেকে সকাল ১১টার কিছু আগে নেওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যালয়ে। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য নিম্ন আদালতে পাঠানো হয় ফরহাদ মজহারকে।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৭/মাহবুব