নরসিংদীর মাধবদীতে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবদী থানার ওসি মো.ইলিয়াস জানান, বুধবার ভোর ৬টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, “বাসটি নরসিংদীর মনোহরদী থেকে ঢাকা যাচ্ছিল। পথে একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে পাঁচজনের মৃত্যু হয়।”
আহতদের উদ্ধারের পর নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন