রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকার ‘কমল প্রভা’ নামের ভবনে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু হয়েছে। আজ সকাল পৌনে ৯টায় এ অভিযান শুরু হয়। অভিযানের প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির ভেতরে প্রবেশ করেছে।
এর আগে মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে ভবনটিতে আগুন লেগে যায়। পরে আলো স্বল্পতার করণে মধ্যরাতে অভিযান স্থগিত করে র্যাব।
উল্লেখ্য, সোমবার রাত ১১টা থেকে বর্ধনবাড়ী এলাকার ২/৩-বি নম্বর ‘কমল প্রভা’ নামের ভবনটি ঘিরে রাখা হয়। র্যাব জানায়, ওই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে আবদুল্লাহ নামে দুর্ধর্ষ এক জঙ্গি, তার দুই স্ত্রী, দুই সন্তান ওসামা (৩) ও ওমর (১০) এবং দুই সহযোগীসহ মোট সাতজন অবস্থান করছে। আবদুল্লাহর প্রতিবন্ধী এক বোনকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল