সমন্বিত উদ্যোগে এইডস প্রতিরোধ করতে বাংলাদেশে এইচআইভি ও এইডস প্রতিরোধ কর্মসূচির সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এইডস/এইচআইভি প্রতিরোধ কর্মসূচি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এইডস মুক্ত করতে নানা কর্মসূচি অব্যাহত রেখেছে বর্তমান সরকার। সংক্রামক রোগের হার অনেকগুণ কমে গেছে। দেশে এইডস রোগী ও এইচআইভি সংক্রমণের হারও নিয়ন্ত্রণে রয়েছে।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম