মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন মানবতার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবির) উপাচার্য ড. এম ওয়াহিদুজ্জামান।
আজ শনিবার সকালে ইস্ট-ওয়েস্ট মিডিয়ার কনফারেন্স কক্ষে 'রোহিঙ্গা সংকটের শেষ কোথায়' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
দেশের আলোচিত এই ইস্যু নিয়ে বৈঠকটির আয়োজন করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর।
উপাচার্য ড. এম ওয়াহিদুজ্জামান বলেন, শুধু মুসলমান নয়, এই নির্যাতন সংখ্যালঘুদের উপর। যেখানে মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ও হিন্দুরাও নির্যাতিত হচ্ছেন। এটা একটা মানবিক বিপর্যয়। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে পার্শ্ববর্তী দেশ ভারতের ও চীনের সহযোগিতা নিতে হবে। তবে এক্ষেত্রে ভারতের সহযোগিতা নেওয়া বেশি সহজ হবে।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, জিএম কাদের, আবুল হাসান চৌধুরী, ওয়ালিউর রহমান, ইনাম আহমেদ, নজরুল ইসলাম, মেজর (অব.) আখতারুজ্জামান, স্থপতি মোবাশ্বির হোসেন, ড. বদিউল আলম মজুমদার, কর্নেল (অব.) জাফর ইমাম প্রমুখ।
বিডি প্রতিদিন/০৯ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম