২২ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:২২

ঢামেকে একদিনে ৬৭ মরদেহের ময়নাতদন্ত

অনলাইন ডেস্ক

ঢামেকে একদিনে ৬৭ মরদেহের ময়নাতদন্ত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একদিনেই ৬৭ জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আর এ ঘটনা মর্গের ইতিহাসে বিরল বলে হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।

শুক্রবার রাতে তিনি এ মন্তব্য করেন।

ডা. সোহেল মাহামুদ জানান, তার নেতৃত্বে ফরেনসিক এক্সপার্ট ২২ জন চিকিৎসক নিয়ে এ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের পাশাপাশি মরদেহ থেকে সংগ্রহ করা হয় ডিএনএ নমুনা। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

তিনি বলেন, পুরোটা সময় আমাদের হিমশিম খেতে হয়েছে। এটা ঢামেকের ইতিহাসে রেকর্ড। একদিনে এতোজনের মরদেহের ময়নাতদন্ত এর আগে হয়নি। ২২ জন চিকিৎসক ছাড়াও মর্গের চার-পাঁচজন সরকারি কর্মচারী আমাদের এই কাজে বড় ধরনের সহযোগিতা করেছেন। 

‘ময়নাতদন্তের আগে পুলিশ দ্রুত ৬৭ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আমাদের কাছে জমা দেন। কারণ, সুরতহাল না হলে ময়নাতদন্ত হতো না। তাই পুলিশকেও ধন্যবাদ।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর