পার্বত্য জেলা বান্দরবানে চাঁদের গাড়িতে তুলে নিয়ে এক পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি পর্যটন মোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাসেল নামের এক চাঁদের গাড়ির চালক এই ঘটনার সঙ্গে জড়িত। চাঁদের গাড়িটি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পর্যটন মোটেলের নিরাপত্তাপ্রহরী ওসমান গনিকে আটক করা হয়েছে। অভিযুক্ত রাসেল পলাতক আছে।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন জানান, ওই নারী ঢাকা থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। সেখান থেকে এক বন্ধুর সঙ্গে বান্দরবান আসেন ঘুরতে। এ ঘটনায় মেয়েটি মামলা করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল