Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ এপ্রিল, ২০১৯ ১২:২৮
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯ ১৫:০৭

'বৈদেশিক লেনদেনে ঘাটতি সোনার সংসারে আগুন লাগাতে পারে'

নিজস্ব প্রতিবেদক

'বৈদেশিক লেনদেনে ঘাটতি সোনার সংসারে আগুন লাগাতে পারে'

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমানে সামগ্রিক অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক চাপ সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সূচকই নিম্নমুখী। বিশেষ করে বৈদেশিক লেনদেনে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা আমাদের সোনার সংসারে আগুন লাগিয়ে দিতে পারে।

আজ সিড়ডাপ মিলনায়তনে 'বর্তমান সরকারের প্রথম একশ দিন বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনা' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সরকারে প্রথম একশ দিন ছিল উদ্যমহীন, উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন।

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য