একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভুয়া আবেদন করলে তাৎক্ষণিক সেই প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ার ওয়েবসাইট বন্ধ করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে আবেদন করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে; যা অনভিপ্রেত ও ভর্তি নীতিমালার পরিপন্থী। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ার ওয়েবসাইট বন্ধ করাসহ বিধি মোতাবেক অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১২ মে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুর হয়েছে। অনলাইনের (www.xiclassadmission.gov.bd) পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি কার্যক্রম চলবে চলবে ২৩ মে পর্যন্ত।
বিডি প্রতিদিন/হিমেল