জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন। তবে সম্প্রতি ঠিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো হুবহু দেখতে এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। হঠাৎ দেখে যে কেউ অবাক হবেন।
অবিকল বঙ্গবন্ধুর মতো দেখতে ওই ব্যক্তির নাম আরুক মুন্সী। তিনি হেঁটে গেলে মনে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হেঁটে যাচ্ছেন। পোশাক-আশাক পরেন একই। আর তাই মানুষও তাকে দেখলে অবাক হয়ে যায়।
গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া আরুক মুন্সী চাকরি করেন ঢাকার একটি প্রতিষ্ঠানে। তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন বলে জানিয়েছেন। নিজেকে জাতির জনকের একনিষ্ঠ ভক্ত হিসেবেই দাবি করেন আরুক মুন্সী।
ভিডিও :
সূত্র : চ্যানেল২৪
বিডি প্রতিদিন/এনায়েত করিম