১৫ জুন, ২০১৯ ০৮:৩৬

উপকূলে আটকে পড়া ৬৪ বাংলাদেশিকে সহায়তায় লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত তিউনিসিয়ায়

অনলাইন ডেস্ক

উপকূলে আটকে পড়া ৬৪ বাংলাদেশিকে সহায়তায় লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত তিউনিসিয়ায়

গত দুই সপ্তাহ ধরে ৬৪ বাংলাদেশি ও ৯ জন মিশরীয় নাগরিক একটি নৌকায় তিউনিসিয়ার জলসীমায় আটকে পড়েছেন। বাংলাদেশ ও মিশর সরকারের কর্মকর্তারা তিউনিসিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদেরকে কীভাবে সহায়তা করা যায়।

এরই মধ্যে তাদেরকে সহায়তার জন্য লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেকান্দার আলিকে সেখানে পাঠানো হয়েছে। রাষ্ট্রদূত বর্তমানে তিউনিসিয়ার জারজিসে রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাগরে অনেকদিন ধরে থাকায় অভিবাসীদের অবস্থা খুব খারাপ। ভাসমান অভিবাসীদের খানিক চিকিৎসা সহায়তা দিতে রেড ক্রিসেন্ট এর চিকিৎসকদের একটি দল নৌকাটির কাছে পৌঁছেছে। তাদের সহযোগিতা করতেই রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুত তাদের সহযোগিতা করা সম্ভব হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর