১৬ জুলাই, ২০১৯ ১৮:২১
ঘুষ লেনদেনের অভিযোগ

ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা

৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মো. ফানাফিল্ল্যা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তদন্ত থেকে দায়মুক্তি দিতে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার লেনদেনের অভিযোগ উঠে খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে। এরপরই নড়েচড়ে বসে দুদক। কমিশনের সচিব দিলওয়ার বখ্তকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির রিপোর্টের উপর ভিত্তি করেই খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করে কমিশন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলায় অনুমোদন দেওয়া হয় বলে জানা যায়।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর