Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৭
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪২

ছাত্রলীগের দায়িত্ব গ্রহণ জয়-লেখকের

অনলাইন ডেস্ক

ছাত্রলীগের দায়িত্ব গ্রহণ জয়-লেখকের
রবিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার কথা জানিয়েছিলেন আল নাহিয়ান জয় ও লেখক ভট্টাচার্য।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সোমবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন তারা। 

এর আগে, রবিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার কথা জানিয়েছিলেন আল নাহিয়ান জয় ও লেখক ভট্টাচার্য। সেই অনুযায়ী তারা আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অসীম কুমার বৈদ্য, সরকার রায়হান জহির, সাংগঠনিক সম্পাদক বাধন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য