পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আমরা মনোযোগ সহকারে শুনেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
এর আগে, নয়াদিল্লিতে হোটেল মৌরিয়ায় বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হঠাৎ রসিকতার ছলে হিন্দিতে পেঁয়াজ নিয়ে কথা বলা শুরু করেন। এসময় আগাম ঘোষণা ছাড়া ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের প্রতিবাদও জানান প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/হিমেল