বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার কিছুক্ষণ পরে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দরাবাদ হাউজে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল