কুমিল্লা থেকে গ্রেফতারের পর বহুল আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানুল হক আরমানকে ঢাকায় আনা হয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তবে সম্রাট ও তার সহযোগী আরমানকে ঢাকায় এনে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানায়নি।
তবে র্যাব-৩ এর একটি সূত্র জানিয়েছেন, সম্রাটকে আপাতত র্যাব সদর দফতরে রাখা হয়েছে।
এদিকে, সম্রাটকে কোন থানার কোন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বিডি প্রতিদিন/কালাম