ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে বহিষ্কার করা হয়েছে।
অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।
রবিবার যুবলীগ কেন্দ্রীয় কমিটি এই দুজনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
এর আগে রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি বিশেষ দল।
র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাসেম সম্রাট ও আরমানের গ্রেফতারের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম