ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে রবিবার সকালে গ্রেফতার করেছে র্যাব। চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১। এনামুল হক আরমান ঢাকা দক্ষিণ যুবলীগের সহসভাপতি। তার বাড়ি নোয়াখালীতে।
ক্যাসিনো কারবারে আরমানকে গুরু বলে মানতেন সম্রাট। আরমান যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ক্যাসিনোর টাকার সংগ্রাহক তথা ক্যাশিয়ার হিসেবে পরিচিত।
আরমান একসময় সিঙ্গাপুর থেকে ঢাকায় লাগেজ আনার ব্যবসা করতেন। সে সুবাদে সিঙ্গাপুরে ক্যাসিনোর সঙ্গে পরিচয় ঘটে আরমানের। পরবর্তী সময়ে সম্রাটকে এই লাভজনক কারবারের ধারণা দেন তিনি। মূলত তার মাধ্যমেই ক্যাসিনো জগতে প্রবেশ ঘটে সম্রাটের।
এ ছাড়া আরমান চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন। খুলেছেন দেশ বাংলা মাল্টিমিডিয়া নামের প্রযোজনা প্রতিষ্ঠান।
রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র্যাব।
বিডি প্রতিদিন/ফারজানা