ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে মুখ খুলেছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন। আজ রবিবার মহাখালীর নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সম্রাটের বিষয়ে শারমিন বলেন, ‘ওর সম্পদ বলতে কিছুই নেই। ক্যাসিনো চালিয়ে ও যে আয় করে তা দলের জন্য খরচ করে, দল পালে। আর যা থাকে তা দিয়ে সিঙ্গাপুরে গিয়ে জুয়া খেলে।’
এরপর সাংবাদিকরা জানতে চান আপনি এটা জানেন কী করে জবাবে সম্রাটের দ্বিতীয় স্ত্রী বলেন, ‘ওর জনপ্রিয়তা দেখেই বোঝা যায়। ওর মতো জনপ্রিয়তা আর কার আছে? একমাত্র ইসমাইল চৌধুরী সম্রাটের আছে।’
তিনি আরও বলেন, সম্রাট শুরু থেকেই ‘সম্রাট’। ও শুধু নামে সম্রাট- এমন না, কাজেও সম্রাট। আর যে সহ-সভাপতি বা অন্য কেউ আছে, ওদের মতো না ও। আগে থেকেই ও চলাফেরা খুব ভালো ভালোভাবে করতো।
এক প্রশ্নের জবাবে সম্রাটের স্ত্রী শারমিন বলেন, দোকান, গাড়ি. ফ্ল্যাট-এগুলো তার নেশা নয়, জুয়া খেলা তার নেশা। ও জুয়া খেলতে সিঙ্গাপুরে যেত।
এর আগে, আজ রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী আরমানকেও আটক করা হয়।
বিস্তারিত ভিডিওতে দেখুন:
বিডি-প্রতিদিন/মাহবুব