জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। আজ ৫৩তম জন্মদিন উপলক্ষে সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সংসদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় তারা স্পিকারের দীর্ঘায়ু কামনা করেন।
আজ সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির নেতৃত্বে ক্লাবের সদস্যরা। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। পরে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সংসদের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কেক কেটে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া সংসদ সচিবালয়ে কর্মরত গণপূর্ত অধিদপ্তরের কমকর্ত-কর্মচারীরা এবং সংসদ আবাসিক কমপ্লেক্স এসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুলেল শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার