জাসদ (আম্বিয়া) অংশের কার্যকরী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মরদেহ দেশে পৌঁছেছে। ভারত থেকে বিমানে করে শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছায় তার মরদেহ।
আগামীকাল শনিবার (০৯ নভেম্বর) চট্টগ্রামের বোয়ালখালীতে তাকে মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে এদিন দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর লাশ চট্টগ্রামে নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুর দেবী শেঠি নারায়ণ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঈন উদ্দীন খান বাদলের ছোটভাই মুকুল খান বলেন, গত ১৮ অক্টোবর হৃদরোগের চিকিৎসার জন্য ভারত যান তিনি। এনজিওগ্রাম করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/হিমেল