পদ্মা সেতুতে ২৮তম স্প্যান আজ শনিবার সকাল ৯টায় বসানো হয়েছে। পিয়ার-২০ এবং ২১ এর উপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হয়েছে।
২৮তম স্প্যানটি মূল সেতুর একেবারে মাঝের স্প্যান, যার পিয়ার-২০ মুন্সীগঞ্জ প্রান্তে এবং পিয়ার-২১ জাজিরা প্রান্তে (মাদারীপুর) অবস্থিত।
বিডি প্রতিদিন/ফারজানা