করানাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য ৬ টন খাদ্য প্রদান করলেন বাংলাদেশে কর্মরত মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতগণ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিতিতে ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতগণকে সাধুবাদ জানান ।
এ খাদ্য সহায়তা হস্তান্তরের সময় মুসলিম রাষ্ট্রদূতগণের পক্ষে উপস্থিত ছিলেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান, মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো। এসময় মুসলিম রাষ্ট্রদূতগণের পক্ষে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ঢাকার জেলা প্রশাসক এ খাদ্য পরবর্তীতে দরিদ্র জনগণের মাঝে বিতরণ করবেন।
বিডি-প্রতিদিন/শফিক