করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সারাদেশের বস্ত্রশিল্প কারখানা সমূহ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়শন (বিটিএমএ)।
সংগঠনটি আরও জানায়, এ সময়ে শ্রমিকদের বেতন বা মজুরি প্রদানের জন্য কোনো টেক্সটাইলস মিলস খোলা রাখার প্রয়োজন হলে, সেজন্য বিটিএমএ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে জানাতে হবে।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ এপ্রিল প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় মহামারী করোনাভাইরাসের ব্যাপক বিস্তারে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিটিএমএর সদস্য মিলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন