করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশের অভিযোগে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে সরকার। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসাইনের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের এই ছয়জন চিকিৎসক কাজে যোগদান করেননি। এজন্য স্বাস্থ্য সচিবের নির্দেশনা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দীনের পাঠানো তালিকা সূত্রে জানা যায়, জুনিয়র কনসালট্যান্ট (এ্যানেস্থিসিওলজি) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. উর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাওসারউল্লাহ অনুপস্থিত রয়েছেন। মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত ইস্তফা দিয়েছেন। জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মুহাম্মদ ফজলুল হক কভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এ কারণে এই ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই চিকিৎসকদের রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা হয়েছিল।
বিডি প্রতিদিন/আল আমীন