২৮ অক্টোবর, ২০২০ ১২:৪১

ইরফান সেলিম ও তার দেহরক্ষী ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

ইরফান সেলিম ও তার দেহরক্ষী ৩ দিনের রিমান্ডে

আদালতে নেয়া হয় ইরফান সেলিমকে।

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) আশফাক রাজীব হায়দার দুই আসামিকে গ্রেফতার দেখানোসহ এ রিমান্ড আবেদন করেন। আদালত আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২৬ অক্টোবর ভোরে নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ইরফান সেলিম (৩৭), তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ (৩৫), প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমান (৩০) ও অজ্ঞাতপরিচয় আরও দুই/তিনজন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর