২৯ অক্টোবর, ২০২০ ১০:০৮

হিমাগারে আলুর মজুদ কতো, জানতে জেলা প্রশাসকদের চিঠি

অনলাইন ডেস্ক

হিমাগারে আলুর মজুদ কতো, জানতে জেলা প্রশাসকদের চিঠি

ফাইল ছবি

অসৎ উদ্দেশ্যে কোনো হিমাগারে আলু মজুদ করা হয়েছে কি না তা জানতে চায় সরকার। এ লক্ষ্যে হিমাগারগুলোতে আলুর প্রকৃত মজুদের পরিমাণ জানানোর নির্দেশ দিয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে প্রতিযোগিতা কমিশন।

সম্প্রতি আলুর দাম বৃদ্ধিকে অস্বাভাবিক উল্লেখ করে চিঠিতে বলা হয়, ষড়যন্ত্রমূলক যোগসাজশের মাধ্যমে বাজার কারসাজি হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চায় কমিশন। এ অবস্থায় নিজ নিজ জেলার হিমাগারগুলোতে বর্তমানে কি পরিমাণ আলু মজুদ রয়েছে এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি কি না সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে সব জেলা প্রশাসকের সহযোগিতা চায় প্রতিযোগিতা কমিশন। চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন কমিশন চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর