গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আকরাম হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। আকরাম হোসেন আগামী ১৭ ডিসেম্বর অবসরে যাবেন।
মন্ত্রণালয়ের আলাদা আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মো. আতাউর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ