উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সংগঠন ডি-৮ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডি-৮ সিসিআই এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
আজ অনলাইনে এফবিসিসিআই, ইউনিয়ন অব চেম্বারর্স এন্ড কমোডিটি এক্সচেঞ্জস্ (টব) ও ডি-৮ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডি-৮ সিসিআই) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ডি-৮ বিজনেস ফোরামে এই দায়িত্ব গ্রহণ করেন শেখ ফজলে ফাহিম। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। বিশেষ অতিথি ছিলেন টিপু মুনশি এমপি, তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুহজার পেকান।
সঞ্চালনা করেন এফবিসিসিআই প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এর অধ্যাপক ও পরিচালক ড. সৈয়দ ফরহাত আনোয়ার। ডি-৮ বিজনেস ফোরামে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন