হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদীর গ্রেফতারের খবরটি সঠিক নয়। তিনি নিরাপদে আছেন এবং সুস্থ আছেন বলে তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।
সম্প্রতিক সময়ে সারাদেশে হেফাজতের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের প্রেক্ষিতে হেফাজতের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে বেশ কয়েকটি মামলা হয়। এসব মামলার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটিরবিভিন্ন নেতার গ্রেপ্তারের গুজব ভেসে বেড়াচ্ছে।
মওলানা আজিজ জানান, একটি মহল গুজব ছড়াচ্ছে। তিনি চট্টগ্রামে নিরাপদেই আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত