পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘ঢাকা নব গঠিত তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও ‘ইউএন আমব্রেলার’ আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’
সোমবার স্থানীয় সময় নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
আফগানিস্তান প্রশ্নে বাংলাদেশের অবস্থানের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেখানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
সপ্তাহব্যাপী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আজকের আলোচনার শুরুতে বিষয়টি ব্যাপকভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
মোমেন বলেন, ‘আফগানিস্তানের নতুন সরকারের ধরন পর্যবেক্ষণে এবং তারা কি ধরনের নীতিমালা গ্রহণ করে তা দেখতে ঢাকা সময় নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে এবং এ ক্ষেত্রে তাদের পদক্ষেপের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা কি করবো।’
তিনি বলেন, ঢাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক আহ্বানে সাড়া দিয়ে ওষুধের মতো আরও অনেক সামগ্রী পাঠিয়ে আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, কেবলমাত্র তিনজন ছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক আফগানিস্তানে আটকা পড়েনি। ‘আমাদের জন্য এটি হচ্ছে একটি বড় স্বস্তির বিষয়।’
তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো শত্রুতা ছিল না, বরং তাদের সঙ্গে ঐতিহাসিক বন্ধন ছিল। ঢাকা এখন আশা করে কাবুল সরকার ‘অন্তর্ভুক্তকরণ ও প্রগতিশীল হবে।’
মোমেন বলেন, ‘নতুন আফগান সরকার তাদের দেশের জনগণকে প্রকৃতপক্ষে সহায়তা করলে নিশ্চিতভাবে আমরা তাদের সমর্থন করবো।’
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        