২১ অক্টোবর, ২০২১ ১২:১৪

করোনা : বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

করোনা : বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডি’র মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দূতাবাস থেকে। বলা হয়েছে, কোভিড-১৯ সহায়তা হিসেবে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। একইসঙ্গে ১১.৫ মিলিয়ন ডোজ ফাইজার ও মডার্না কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর