পাবনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
মঙ্গলবার সকাল ১০টায় পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান। শুভসংঘের আয়োজনে চারশ’ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল হাতে পেয়ে বৃদ্ধা সেতারা খাতুন বলেন, ‘কয়েকদিনের শীতে মোটা একটা কাপড়ের জন্যি একটু ভাল করে ঘুমও পারবের পারতে ছিলাম না। শীতে খুব কষ্ট করে রাত পার করতিছিলেম। কত জনেক কইছি একটা কম্বল দেওয়ার জন্যি, কেউ দেয় না। আজ ইনারা একটা কম্বল দিলো। বাপুরে অনেক দরকার ছিল কম্বলটা। অনেক খুশি হইছি।’
রিকশাচালক মোসলেম উদ্দিন আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘ছোট মেয়েটা একটা কম্বল কম্বল করে অনেকদিন ধরে জিদ করতেছিল। মেয়েটা কম্বলডা পেলে খুব খুশি হবিনি। দোয়া করি যারা আজ কম্বলটা দিলো তাদের আল্লাহ যেন মঙ্গল করে।’
কম্বল বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র মো. শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমান, বাংলা বিভাগের ইনসট্রাকটর ও উপদেষ্টা আলি আকবর মিয়া রাজু, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, দেশ রূপান্তর পত্রিকার পাবনা প্রতিনিধি রিজভী জয়, কালের কণ্ঠের চাটমোহর উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি শেখ রাফসান যানী সজীব, সহ-সভাপতি সাহেরা আক্তার (উর্মী), সাধারণ সম্পাদক সূচিত্রা পূজা, সহ-সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম (লিয়ন), সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম (জয়), অর্থ সম্পাদক হাবিবুর রহমান (স্বপন), প্রচার ও প্রকাশনা সম্পাদক শুক্লা খাতুন, ক্রীড়া সম্পাদক মোবাশ্বিরা খাতুন, সমাজ কল্যাণ সম্পাদক লাবিবা চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রুখশানারা শবনম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনিক আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিন সাদিক, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাগর সরকার স্বন্দীপ, সানজিদা ইসলাম পুস্পিতা, রূপা খাতুন, আকাশ হোসেন লিমন, মোস্তাফিজুর রহমান, রায়েলিয়া হাসান ও মনিরুল হক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন