সপরিবারে যুক্তরাজ্যে গেলেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরীসহ রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি।
যুক্তরাজ্যের ‘হাউজ অব কমন্সে’ ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য তিনি লন্ডনে গিয়েছেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। পরিবারের সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সে ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তিনি।
গণস্বাস্থ্যকেন্দ্রের মিডিয়া উপদেষ্টা আরও জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৯ মার্চ দুপুরে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার ‘হাউস অব কমন্সে’ সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের নির্বাচিত জনপ্রিয় এমপি স্টিফান টিমসের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন)। সে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। ভ্রমণের সময় তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী।
আগামী ১৬ এপ্রিল বাংলাদেশে ফিরে আসবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। লন্ডনে থাকাকালে তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশে ও আন্তর্জাতিক হেল্থ সেমিনারে বক্তব্য দেবেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্বাস্থ্য ও ভ্রমণের সফলতা কামনায় দোয়া চেয়েছেন।
এদিকে ২৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী যে হরতালের ডাক দিয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী এতে তার সমর্থন জানিয়েছেন। হরতালের সমর্থনে তিনি গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তার নেতৃত্বে ২৮ মার্চের হরতালের সমর্থনে ‘ভূখা মিছিল’ অনুষ্ঠিত হয়। কিন্তু এই বিদেশ যাত্রার কারণে হরতাল কর্মসূচিতে তিনি থাকতে পারছেন না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ